২৬ অক্টোবর ২০২৫

শিল্পপতি জালাল উদ্দীন চৌধুরীর মৃত্যুতে বিজিএমইএ’র শোক

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের স্বনামধন্য ও বিশিষ্ট শিল্পপতি ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি এম জালাল উদ্দীন চৌধুরীর মৃত্যুতে বিজিএমইএ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম এমডি এম জালাল উদ্দীন চৌধুরী বাংলাদেশের পোশাক শিল্পের প্রসারে উদ্যোগী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে চট্টগ্রামে পোশাক শিল্পের সূচনালগ্নে উদ্যোক্তাদের মধ্যে তিনি অন্যতম।

বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে তাঁর অসামান্য অবদান বিজিএমইএ শ্রদ্ধাভরে স্মরণ করছে উল্লেখ করে তিনি বলেন, এমডি এম জালাল উদ্দীন চৌধুরী’র মত গুণীজনের মৃত্যুতে দেশ একজন সমাজ হিতৈষী দানবীর ও আদর্শ শিল্পোদ্যোক্তাকে হারাল; যা সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে গত শুক্রবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫মিনিটে ব্যাংককের সামিতেভেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এম জালাল উদ্দিন চৌধুরী ১৯৩৯ সালে মিসরাইয়ের ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের সমজিদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বজলুছ ছোবহান চৌধুরী ছিলেন একজন সমাজহিতৈষী। তিনি মিরসরাইয়ের অপর শিক্ষানুরাগী প্রফেসর কামাল উদ্দিন চৌধুরীর ছোট এবং লায়ন্স’র গভর্নর ও ক্লিফটন গ্রুপের সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ভাই।

আরও পড়ুন