২৫ অক্টোবর ২০২৫

শিল্পপতি হাসান মাহমুদের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক

বাংলাধারা প্রতিবেদন »

শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক শোক বার্তায় নওফেল বলেন, হাসান মাহমুদ চৌধুরী করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের সাহায্য-সহযোগিতা প্রদানের পাশাপাশি করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানেও অনুদান ও চিকিৎসা সামগ্রী প্রদান করে করোনা সংকট মোকাবেলায় মানবিক দায়িত্ব পালন করেছেন।

‘হাসান মাহমুদ চৌধুরী মৃত্যুতে দেশবাসী একজন সফল ব্যবসায়ী ও মানবিক মানুষ হারালো। তিনি ল্যাটিন আমেরিকা বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ও থাই চেম্বার অব কমার্সের পরিচালক হিসেবেও বেশ সুনামের সঙ্গে দায়িত্বপালন করেছেন।’

শিক্ষা উপ-মন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আগে থেকে চিকিৎসাধীন হাসান মাহমুদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে একদিন লড়ে মৃত্যুবরণ করেন তিনি। পরে সোমবার দুপুর নাগাদ চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে নেন।

করোনা শুরুর পর থেকে ঢাকায় অবস্থান করে মানবিক সহায়তার তদারকি করছিলেন হাসান মাহমুদ চৌধুরী। তিনি চট্টগ্রামের কিছু মানবিক কাজে এবং জাতীয় শোক দিবসে চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও খাদ্যসামগ্রী বিতরণে অংশ নিতে দুই সপ্তাহ আগে চট্টগ্রামে আসেন। এ সময় বিভিন্ন সেবামূলক কাজে অংশ নেয়ার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হলে ২৭ আগস্ট তাকে ঢাকায় নেয়া হয়। পরদিন (২৮ আগস্ট) করোনা পজিটিভ ধরা পড়ে।

গত ৭ সেপ্টেম্বর ঢাকায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবনতি হলে তাকে আনোয়ার খান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। কয়েক দিন ধরে কোমায় ছিলেন তিনি। সেখানেই সোমবার দুপুরে মারা যান।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন