বাংলাধারা ডেস্ক »
এক ফোঁটা জামিও যাতে অনাবাদি না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । কৃষক ও কৃষিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন ও শিল্পায়ন নয় বলেও জানান তিনি।
বুধবার(৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষকলীগের ১০ম সম্মেলনের উদ্বোধন করে শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ।এই কৃষি হচ্ছে দেশের প্রাণ। সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকের অধিকার সংরক্ষণ করা। শিল্পায়ন হবে, কিন্তু কৃষক এবং কৃষিকে ত্যাগ করে নয়। এই কৃষকরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখে। কৃষক ফসল ফলায় আর তা খেয়ে বেঁচে থাকে দেশের মানুষ। আর খাদ্য চাহিদা এটা কোনও দিন শেষ হয় না। জনসংখ্যা বাড়বে, খাদ্য চাহিদাও বাড়বে। কাজেই একটি সমাজের জন্য একটি দেশের জন্য কৃষক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের গুরুত্ব দিয়ে দেশের উন্নয়ন প্রকল্প দেয়া হয় বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকদের অধিকার গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা হাতে নিচ্ছে।আওয়ামী লীগ ক্ষমতায় এসে কৃষি গবেষণায় বেশি গুরুত্ব দিয়েছে।গবেষণা ছাড়া কৃষির উন্নয়ন সম্ভব না। আমরা এসেই গবেষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। কৃষকদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সরকার কৃষকদের বিনা জামানতে লোন দেয়ার ব্যবস্থা করেছে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, কৃষক ফসল ফলাত কিন্তু তার পেটে খাবার ছিল না, তার পরনে ছিল শির্ণ কাপড়, তার মাথা গুঁজার ঠাই নেই। তারা হতো প্রতিনিয়ত শোষিত-বঞ্চিত। এই বঞ্চনার হাত থেকে মানুষকে বাঁচাতে জাতির পিতার সংগ্রাম। সব সময় তিনি কৃষকদের দিকে তাকিয়েছেন। কৃষকলীগ সংগঠনটাও তার হাতেই করা ছিল।
বাংলাধারা/এফএস/টিএম













