বাংলাধারা ডেস্ক »
গত দুই বছর যাবত কোভিড ১৯ পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং সেইসাথে শিল্পী সমাজ খুব নাজুক পরিস্থিতি ও অনিশ্চয়তার মধ্যে ছিলেন। বর্তমানে এ অবস্থা উন্নতির দিকে যাচ্ছে।
তাই প্রাপণ সংগঠন নৃত্যশিল্পী ও সেই সাথে অতি সাধারণ মানুষের মাঝে ১ মে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করে।
মূলত এই কর্মকাণ্ডে অর্থ দিয়ে সহযোগিতা করেন প্রাপণে সম্মানিত উপদেষ্টা গীতিকার ও কবি জামাল হোসেন, মোহাম্মদ সানাউল্লাহ এবং সেইসাথে প্রাপণের দেশের বাইরে অবস্থানরত শিল্পী উর্মি বড়ুয়া, নৃত্যশিল্পী শরিফুল ইসলাম এবং ট্রিনিটি সংগঠনের মডেল সাইফুল খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। অতিথি ছিলেন সংগঠক ডাক্তার মাসুম, রোটারিয়ান ও সংগঠক অমরেশ বড়ুয়া, সংগঠক নাজমুন নাহার এবং নাট্যকর্মী রিপন বড়ুয়া।
এই সৃজনশীল কর্মকাণ্ডর মূল উদ্দেশ্য প্রাপণ’র নতুন সদস্য ও শিল্পীদের সেবামূলক কাজে অনুপ্রাণিত করা। সেইসাথে দেশের যুবসমাজ সঠিক পথে ধাবিত হওয়ার অনুপ্রেরণা পাওয়া।













