বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরীতে নিখোঁজের পাঁচদিন পর এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। বুধবার (৩ মে) রাতে নগরীর চান্দগাঁও থানার পশ্চিম মোহরার স্থানীয় গোলাপের দোকান মাজার গেট এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত শফিউল ইসলাম রহিম (১১) ওই এলাকার সেলিম উদ্দিনের ছেলে। সে পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গ্রেফতার দু’জন হলেন- আজম খান (৩২) ও মজিবদৌলা হৃদয় (২৮)। এদের মধ্যে আজমের বাসা পশ্চিম মোহরায়। আজমের বন্ধু হৃদয়ের বাসা মোহরার পার্শ্ববর্তী ধুপপুল এলাকায়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, শিশু রহিমকে গত ২৯ এপ্রিল বিকেলে টাকার জন্য প্রতিবেশী আজম খানের নেতৃত্বে অপহরণ করা হয়। ওইদিনই শিশুটিকে নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এরপর সেখানে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। শিশুটি নিখোঁজ হওয়ার দিনেই থানায় সাধারণ ডায়েরি করেন তার পিতা। বুধবার আজম খানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার তথ্যের ভিত্তিতে দিবাগত রাত তিনটার দিকে শিশু রহিমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।













