৬ নভেম্বর ২০২৫

শিশুদের কম্বল বিতরণের মাধ্যমে জেসিআই চট্টগ্রামের ‌‘ভালোবাসার চাঁদর-২৩’র যাত্রা শুরু

বাংলাধারা ডেস্ক »

শিশুদের মাঝে কম্বল বিতরণ করার মাধ্যমে ‘ভালোবাসার চাঁদর-২০২৩’ কর্মসূচির যাত্রা শুরু করেছে জুনিয়র চেম্বার চট্টগ্রাম।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) নগরীর একটি মাদ্রাসার শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে বিশেষভাবে সহযোগিতা করে আল বয়ান তাহফীজুল কোরআন সেন্টার।

এ সময় সংগঠনটির সভাপতি রাজু আহমেদ বলেন, শীতার্তদের একটি কম্বল দিতে পারার মাঝে যে আনন্দ অনুভব হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। শীতের কষ্ট সেই বুঝে, যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি সামথ্যবান মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। অবহেলিত শিশুদের ভবিষ্যৎ বিকাশে জেসিআই চট্টগ্রাম সর্বদা পাশে থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেসিআই চট্টগ্রামের সহ-সভাপতি মঈন উদ্দিন নাহিদ, মোহাম্মদ ইসমাইল মুন্না, ইশতিয়াক আলম চৌধুরী, সম্পাদক জুনায়েদ আহমেদ রাহাত, ইঞ্জিনিয়ার এস এম ইশতিয়াক উর রহমান, কোষাধক্ষ্য, আয়াজ ইসলাম চৌধুরী, পরিচালক আমজাদ হোসেন, সাইহান হাসনাত, রাহি মাহমুদ, সদস্য সাহেদ আলী শাকি ও ফারিয়া আকবর রিয়া।

মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মো. মোবারক আলী।

আরও পড়ুন