সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ড উপজেলায় তামিম (৭) নামের এক শিশুকে পিটিয়ে যখম করলো তারই পাষণ্ড সৎ পিতা।
এ ঘটনার অপরাধে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসভাস্থ মহাদেবপুর চৌধুরী পাড়া এলাকার লিটন (৪৫) গত ৫ বছর আগে ডিভোর্স হওয়া ইয়াসমিন আক্তার (২৮) নামের এক নারীকে বিয়ে করেন। তবে ইয়াসমিন এর আগের সংসারে একশিশু সন্তান ছিল। বিয়ের সময় লিটন এ শিশু সন্তান তামিমকে মেনে নিয়েই তখন বিয়ে করে ছিলেন। কিন্তু বিয়ে করার পর থেকে শিশুটিকে বিভিন্নভাবে সে নির্যাতন করতে থাকে।
তারই ধারাবাহিকতায় শনিবার সকালে তার স্ত্রী ইয়াসমিনকে ফোন করে বলেন, পাহাড়ে সবজি তোলার জন্য শিশু তামিমকে পাহাড়ে পাঠানোর জন্য। তার স্বামীর কথামতো শিশুটি সবজি তোলার জন্য বহুপথ পেরিয়ে শিশু তামিম অবশেষে পিতার কাছে পাহাড়ে পৌঁছায়। এরপর তামিম সবজি তোলতে শুরু করে দেয়। শিশুটি সবজি কাটতে গিয়ে ভুল করে ফেললে তামিমকে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে পুরো শরীর ক্ষত বিক্ষত ও মারাত্মকভাবে যখম করে পাষাণ্ড এই সৎ পিতা লিটন। তখন শিশুটি শরীরের ব্যাথা সয্য করতে না পেরে বাড়িতে মায়ের কাছে ফিরে আসে সে।
পরে তার মা ইয়াসমিন আক্তার ছেলের জামা খুলে দেখতে পান শিশুটির পুরো শরীরটা লাঠির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে আছে। পরে স্থানীয়রা শিশুটিকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সীতাকুণ্ড থানার এসআই আবুল বাশার সাংবাদিকদের বলেন, এঘটনায় শিশু নির্যাতন আইনে শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) শিশুটির সৎ পিতা লিটনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এএ













