চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ও স্থানীয় আওয়ামীলীগ থেকে প্রত্যায়পত্র জমার দেওয়ার আহ্বান করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে এসব জমা দিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত সময়ের মধ্যে হল, ফ্যাকাল্টি ও কমিটি পূর্ণাঙ্গ করা হবে। এতে পদ প্রত্যাশীরা আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে পদ জীবনবৃত্তান্ত ও নিজ নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড আওয়ামীলীগ থেকে প্রত্যয়পত্র নিয়ে নিজ নিজ সিনিয়রের মাধ্যমে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জমা দিতে হবে।
আরও বলা হয়, শাখার পূর্ণাঙ্গ কমিটিতে অনুপ্রবেশ ঠেকাতে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রত্যয়ন পত্র জমা নেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বিষয়টি গুরুত্বের সাথে নিতে সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, বর্তমানে চবি ছাত্রলীগের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই বগিভিত্তিক ছাত্রলীগ। আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই। সাম্প্রতিক সময়ে বার বার পূর্ণাঙ্গ কমিটির কথা উঠেছে। এজন্য আমরা কমিটি পূর্ণাঙ্গ করার অভ্যন্তরীণ কাজ শুরু করে দিয়েছি। সকলকে জানানোর জন্য আজকে আনুষ্ঠানিক একটা বিজ্ঞপ্তি দিয়েছি। পদ দেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই তার মেধা, পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং সংগঠনের জন্য ত্যাগকে করতে প্রধান্য দেব। এক্ষেত্রে পূর্বে কোন প্রকার অপকর্ম, হত্যা মামলা, নারী কেলেঙ্ককারি এবং গণমাধ্যমকর্মী লাঞ্ছিতের সাথে জড়িত আছে কিনা আমরা খতিয়ে দেখবো।
শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আমরা জীবনবৃত্তান্ত হাতে পাওয়ার পর যাচাই-বাছাই করে যত দ্রুত সম্ভব কমিটি ঘোষণা করব। পূর্ণাঙ্গ কমিটির সাথে হল-ফ্যাকাল্টি কমিটি করা হবে। একজন একাধিক পদে থাকবে না। পূর্বে যারা কোন অপকর্মের সাথে জড়িত ছিল এবং মাদকাসক্ত এমন কেউ কমিটিতে স্থান পাবেন না।
বাংলাধারা/এফএস/টিএম













