বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী প্রবাসী সমাজকল্যাণ সমিতি ওমানের উদ্যেগে চট্টগ্রামের বোয়ালখালীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে প্রবাসী ওহিদুল নবী হোসেনের সভাপতিত্বে ও কৃষক লীগ নেতা মো. গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. মিজানুর রহমান চৌধুরী, প্রবাসী এস এম মাহবুবুল আলম, মো. ফোরকান, শিক্ষক আব্দুল হালিম, পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন মানিক, আবু ছিদ্দিক তালুকদার, মনিরুল হক, সত্যজিত সরকার পিন্টু, মোরশেদ আলম জনি ও কানু সেন।
এসময় বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সেই চিন্তা থেকে নিজের সামর্থ্য অনুযায়ী ও আমাদের নবগঠিত প্রিয় সংগঠন বোয়ালখালী প্রবাসী সমাজকল্যাণ সমিতি ওমান এর উদ্যোগে শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে মানুষের কল্যাণে কাজ করতে আমরা বদ্ধপরিকর, প্রয়োজন সকলের সহযোগিতা।













