২৩ অক্টোবর ২০২৫

শীতের বাজারে স্বস্তি সবজিতে, চাপে মুরগি ও মশলা

শীতের প্রভাব কাঁচাবাজারে ভালোভাবেই পড়েছে। নগরীর বিভিন্ন বাজারে দেখা মিলছে মৌসুমি সবজির সমাহার। ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, টমেটোসহ শীতকালীন সবজির দাম ক্রেতাদের নাগালে। অধিকাংশ সবজির দামই ৩০-৫০ টাকার মধ্যে থাকায় খুশি সাধারণ মানুষ। কম দামে বেশি সবজি পেয়ে স্বস্তির কথা জানিয়েছেন ভোক্তারা।

সবজির স্বস্তিদায়ক দামবৃহস্পতিবার (২ জানুয়ারি) নগরীর কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৩০, বাঁধাকপি ২০, লাউ ৩০, মিষ্টি কুমড়া ৩০, শিম ৫০ এবং টমেটো ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক ক্রেতা বলেন, “আগে বাজারে আসলে সবজির দাম শুনে ভয় লাগত। এখন দেড়শ টাকায় পুরো ব্যাগ ভরে যায়। তবে এ স্বস্তি যেন টিকে থাকে।”

মুরগির দামে অস্বস্তিসবজিতে স্বস্তি থাকলেও ব্রয়লার মুরগির দাম ক্রমাগত বেড়ে ক্রেতাদের জন্য চিন্তার কারণ হয়েছে।

ডিসেম্বরে শুরু হওয়া দাম বৃদ্ধি এখনো অব্যাহত। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকা কেজি দরে। দেশি মুরগি ও সোনালি মুরগির দাম যথাক্রমে ৫৭০ ও ৩৩০ টাকা।

মশলা ও অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধিমশলাজাত পণ্যের বাজারেও চাপ বেড়েছে। পেঁয়াজের দাম কেজিতে ৫-১০ টাকা বেড়ে এখন ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। আদা ও রসুনের দাম ২০০ টাকার কাছাকাছি। তবে গরুর মাংস ও মাছের বাজারে তেমন পরিবর্তন নেই। গরুর মাংস ৭৫০ টাকা এবং মাছের দাম প্রকারভেদে ১৫০-৬০০ টাকার মধ্যে রয়েছে।

ভোক্তাদের প্রত্যাশাসবজির কম দাম ক্রেতাদের স্বস্তি দিলেও মুরগি ও মশলার বাড়তি দাম নিয়ে অসন্তোষ রয়েছে। ক্রেতারা আশা করছেন, বাজারে সব পণ্যের দাম স্থিতিশীল থাকবে এবং মৌসুমি সবজির স্বস্তি আরও দীর্ঘস্থায়ী হবে।

আরও পড়ুন