৩০ অক্টোবর ২০২৫

শীতে নাকাল জনজীবন

বাংলাধারা ডেস্ক »  

শীতের দাপটে কাঁপছে দেশ। শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। শীতের প্রকোপে নাকাল হয়ে পড়েছে জনজীবন। দিনের অর্ধেকটা সময় ধরে সুর্যের দেখা মিলছেনা। দেশের বিভিন্ন স্থানে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি।ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও রাস্তায় যানবাহন চালাতে হচ্ছে হেড লাইট জ্বালিয়ে।পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ব্যাহত হচ্ছে ফেরিসহ নৌ চলাচল।ব্যাহত হচ্ছে বিমান উঠানামা।শনিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট যথা সময়ে উঠানামা করতে পারেনি।

জেঁকে বসা শীতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কুয়াশার চাদর ভেদ করে সূর্য উদিত হলেও কমছেনা শীতের প্রকোপ। শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে অনেকে কুড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে।

এদিকে, গত দুদিন ধরে ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ। শীতে সবচেয়ে বেশী দূর্ভোগে পড়েছে শিশু ও বয়স্ক মানুষ।ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। হাসপাতালে বেড়ে চলেছে শিশু ও বয়স্ক রোগী সংখ্যা। হঠাৎ শীতে শ্রমজীবি মানষের বেড়েছে চরম দূর্দশা। ঠান্ডার কারণে ঘরের বাইরে বের হতে পারছেন না তারা।

সরকারিভাবে জেলা, উপজেলা প্রশাসন,বিজিবি, ট্রাই ফাউন্ডেশন,চ্যানেল আই দর্শক ফোরামসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিছু কিছু এলাকায় গরম কাপড় বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।

এদিকে, দেশের বিভিন্ন এলাকায় শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশিতে আক্রান্ত মানুষ ছুটছেন চিকিৎসকের কাছে। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা বেশি আক্রান্ত হচ্ছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,রাজশাহী, চুয়াডাঙা ও যশোরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধি পেলেও বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় অবস্থায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে হালকা বৃষ্টি অথবা গুড়িঁ গুঁড়ি বৃষ্টি হতে পারে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন