২৩ অক্টোবর ২০২৫

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বহদ্দারহাটের বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন রাত ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটু আগেই বাড়ইপাড়া এলাকা থেকে সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করেছি। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।”

তবে কি অভিযোগে বা কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন