২৯ অক্টোবর ২০২৫

শীর্ষ সন্ত্রাসী সরোয়ার একদিনের রিমান্ডে

বাংলাধারা প্রতিবেদন »

অস্ত্র আইনে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর হয়।

জানা যায়, অস্ত্র মামলায় সরোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত একদিন রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে শনিবার কাতার থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে পুলিশ সরোয়ারকে আটক করে। পরে রোববার তাকে চট্টগ্রামে এনে তার বায়েজিদ থানার খন্দকিয়া পাড়ার বাসায় অভিযান চালায় পুলিশ। এতে সারোয়ারের বাসা থেকে ৩০ রাউন্ডগুলিসহ একটি একে-২২ রাইফেল এবং চার রাউন্ড গুলিসহ একটি এলজি উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়।

সরোয়ার প্রায় তিন বছর কাতারে পালিয়ে ছিলেন। সেখানে মারামারির ঘটনায় পুলিশ তাকে আটক করলে এক মাসের সাজা হয়। এরপর তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তারা।

সারোয়ারের বিরুদ্ধে নগরীর বায়েজিদ, ডবলমুরিং ও পাঁচলাইশ থানায় মোট ১৬টি মামলা আছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন