২ নভেম্বর ২০২৫

শুক্রবার আট পর্বে ‘মঞ্চ নাটকে বঙ্গবন্ধু’

বাংলাধারা বিনোদন »

‘মঞ্চ নাটকে বঙ্গবন্ধু’ শীর্ষক ফেসবুক লাইভ পর্ব-আট শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে চট্টগ্রামের গ্রুপ থিয়েটার ‘নাট্যাধার’ অনলাইনে এ আয়োজন করে আসছে।

এ পর্বে অতিথি থাকবেন ঢাকা লোক নাট্যদলের শিশু নাট্য শিল্পী টইটই হিলালী ও নাট্যাধারের শিশু নাট্যশিল্পী সাদিয়া আহমেদ তিনা।

আলোচক হিসেবে থাকবেন ‘নাট্যাধার’র দল সমন্বয়ক মাশরুজ্জামান মুকুট, নাট্যকার আহাম্মদ কবীর, এবং নাট্য নির্দেশক শারমিন সুলতানা রাশা।

নাট্যজন আশিক আরেফিনের সঞ্চালনায় এতে নাট্যাধার প্রযোজনা, আহাম্মদ কবীর রচিত ও শারমিন সুলতানা রাশার নির্দেশনায় ‘৩২ ধানমন্ডি’ নাটক থেকে পাঠাভিনয়ে অংশ নেবেন মো. বাহাউদ্দিন মিরান, আসিফ উদ্দীন শুভ, মো. কাউসার মজুমদার, সাদিয়া আহমেদ তিনা, এএফএম গোলাম রাব্বানী, শারমিন সুলতানা রাশা।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট থেকে ‘মঞ্চ নাটকে বঙ্গবন্ধু’ শীর্ষক ফেসবুক লাইভটি অনুষ্ঠিত হয়ে আসছে। বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন তথা আগামী ১৭ মার্চ, ২০২১ পর্যন্ত অনুষ্ঠানটি চলমান রাখার পরিকল্পনা নাট্যাধার’র রয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ