২৪ অক্টোবর ২০২৫

‘শুদ্ধাচারে সমৃদ্ধ হলে পাখি সংরক্ষণে দায়িত্বশীলতা আসবে’

কক্সবাজার প্রতিনিধি »

পাখি প্রকৃতিকে স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকৃতির নানা উদ্ভিদের পরাগায়ণ পাখির মাধ্যমেই হয়ে থাকে। ফসল উৎপাদনে পাখি, কবিতায় পাখি- জীবনের প্রতিটি ক্ষেত্রে পাখির অবদান অনস্বীকার্য। মানবের জন্য দেশের গণ্ডি পেরোতে নিয়ম থাকলেও মুক্ত আকাশে পৃথিবীর এক প্রান্ত থেকে অপরপ্রান্তে যেতে পাখির কোন বাঁধা। কিন্তু শীতকালে আমাদের দেশে আসা পরিযায়ী পাখিগুলো অনৈতিকভাবে শিকারিদের কবলে পড়ে। শুদ্ধাচার চর্চার অভাবে এমটি হয়। তাই প্রকৃতির সম্পদ হিসেবে পাখি সংরক্ষণে শুদ্ধাচারে সমৃদ্ধ হয়ে সকলকে বিশেষভাবে দায়িত্বশীল হওয়া জরুরি।

কক্সবাজার উত্তর বন বিভাগের আয়োজনে বিশ্ব পরিযায়ী পাখি দিবস ও জাতীয় শুদ্ধাচার বিষয়ক আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন। মঙ্গলবার দুপুরে চকরিয়ার মেধাকচ্ছপিয়া ন্যাশনাল পার্কে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সোমেশ্বর চক্রবর্তী।

কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ড. প্রান্তোষ চন্দ্র রায়ের সঞ্চালণায় এতে অতিথি ছিলেন দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক জসীম উদ্দিন বকুল। এছাড়া অনুষ্ঠানে ফুলছড়ি এবং ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সামাজিক, পারিবারিক ও পেশাগত জীবন সুন্দর করতে জীবনের প্রতিটি ক্ষেত্রে শুদ্ধাচার চর্চার আবশ্যক বলে ঐকমত্য পোষণ করেন সকলে।

আরও পড়ুন