শুভ জন্মদিন
নাজিম উদ্দিন »
শুভংকরের ফাঁকির মতো
মনের হদিস কই ?
মুর্দা মনের দেহ যে মোর
অশরীরী আত্মায় পরিণত,
পিঞ্জিরা’র ঐ আন্দরে দেখ্ যতো
বুলেট শতো শতো—।
কোন সে প্রাণীর আন্ত:ক্ষেতে
কোন লোভে কী গগন প্রাতে-
ঈর্ষা সনে কখন দিলাম মই !!
অজাতশত্রু নাকি আমি 
জনশ্রুতি আছে শুনি কতো ঐ,
অশরীরী আত্মা মোরে অকাতরে 
ডাক দিয়ে  যায় শুনি—!
কে বলে তোর মন মরেছে ঐ
সজ্জননী যতোসব জ্ঞানী-গুনী
তথৈবচ বাজছে খুশির বীন, 
আজকে নাকি প্রিয়তম তোর
জনি’র শুভ জন্মদিন  !!!
কে বলে রে এই দেহ 
মোর অযথাই প্রাণহীন,
গর্জে উঠে চল রে তোরা
যাবো বৃন্দাবন, বাজা তূর্য বীণ।
মন উপহার দিবো তারে–
শোধিবো প্রেমের ঋণ –!!
জনি ভাই এর জন্মদিন এ
এই অধমের নেই তো অলঙ্কার,
পুলকিত আত্মা রেখে —
মন’টাই আজ দিলাম উপহার !!
তোমার আচরণে…
 
তোমার আচরণে
আমারে আমি তুচ্ছতা’র অতলে
দিয়া চলিয়াছি হিংস্র শিহরণে—!
তোমার এই সব আচরণে  !!
আমাতে আমি —-
মজিয়া চলিয়াছি আনমনে,
আপনা মাঝে নাহি—
পাই খুঁজিয়া আম্রকাননে।
তোমার সেই সব আচরণে–!!
আমাতে আমি যব —
নাহি রব এ ধরণী তলে,
তুমি হীনা মোর না আসিবে
সেথা যথা জবাব ও সওয়ালে-
কী বলিবো ফেরেসতা’য় মোর- 
তথাপি আপন জবান এ।
কীইবা স্বাধে আপন মনে
আপনারে লয়ে কেনো–?
আমারে জড়ায়ে মায়ার বাঁধনে-
কূল-কায়েনাত্ সাক্ষী মানিয়া
শেষ অবধি তুমিই তো —
স্ব-বাঁধনে সম হাজির হইয়া–
মালিক সনে ক-ব দু’জনে —
কেবা জানিতো খোদা মমত্ব স্বামী-
ঐ মিছা দুনিয়া সনে, তুমি বিহনে !!
ফাঁটা বুকে চৌচির সেঁথা,
নিজ হতে নিজকে অভিসাঁপে’র
ঐ তপ্ত অনলে ডুবালে দ্বহনে (!)
আমি কাঁতরে পড়িয়া জ্বালিয়া
ছারখাড় হইয়া চলিয়াছি মম,
তোমায় দিয়াছিলাম আপন সম–
বাঁচিবো কী লয়ে সখা ভাবোনি তো
মম আমাতে আমায় তুমি বিহনে (!)
দ্বি-খন্ডিত একই আত্মায়
মিলিবো শয়নে-স্বপনে–?
আপনারে লয়ে মোর প্রাণে
কভূও হেয়ালী নাহি জাগড়ণে–!
তবুও আমায় খুন করিয়া –
কেনোইবা চলিয়াছো প্রিয়তমা,
তুমি সদা মোরে করেছো ক্ষমা,
যথেচ্ছা তনু মম করিনু বিবর্ণনে,
তোমার সেই সব আচরণে—-!!!
বাংলাধারা/এফএস/টিএম
				












