বিনোদন ডেস্ক »
যুদ্ধ, প্রেম, রাজনীতি, দর্শনকে প্রকৃতির সাত টি নোটের মধ্যে ধারণ করে বিশ্বকে ছ দশক ধরে মোহিত রাখা, কিংবদন্তী মার্কিন সঙ্গীত শিল্পী বব ডিলানের ৮১ তম জন্মদিন আজ। মা বাবার দেওয়া নাম রবার্ট অ্যালেন জিমারম্যান। তবে বব ডিলান নামেই বিশ্ব সংগীতকে যুগের পর যুগ করে গেছেন প্রভাবিত।
ষাটের দশকে আমেরিকার যুদ্ধনীতির কড়া সমালোচক ছিলেন তিনি।”Blowin’ in the Wind” কিংবা “The Times They Are a-Changin’ যুদ্ধবিরোধী সঙ্গীত হিসেবে সেই সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো। ১৯৫৫-১৯৬৮ সালে আমেরিকার সকল নাগরিক অধিকার আন্দোলনে বব ডিলান ছিলেন অগ্রগন্য। গিটার আর হারমোনিকা নিয়ে গানে গানে প্রতিবাদ জানিয়েছেন যুদ্ধবাজ আমেরিকার বিরুদ্ধে। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে ডিলান ছিলেন সোচ্ছার। ‘কনসার্ট ফর বাংলাদেশের’ মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামের সময় জর্জ হ্যারিসন, এরিক ক্ল্যাপটোনের মত ডিলানও এদেশের পাশে দাড়িয়েছিলেন।
কান্ট্রি মিউজিক, রক & রোল, ফোক জ্যাজ সহ সংগীতের পরতে পরতে ছিলো বব ডিলানের আনাগোনা। বাংলা ফোক নিয়েও ছিলো তার দারুন আগ্রহ। পশ্চিমবঙ্গের পূর্ন দাস বাউলের সাথে ছিলো দারুণ বন্ধুত্ব। তার গান দ্বারা প্রভাবিত হয়েছিলো কবীর সুমন, অঞ্জন দত্তের মত কিংবদন্তী শিল্পীরা।
লিরিকের নান্দনিকতা, কাব্যময়তা ২০১৬ সালে তাকে নোবেল সাহিত্য পুরষ্কার এনে দেয়। তিনিই প্রথম সংরাইটার যিনি এই পুরষ্কারে ভূষিত হোন।
মানবতাবাদী, কর্তৃত্ববাদবিরোধী এই মহান সংগীত শিল্পীর জন্মদিনে তার প্রতি রইলো শুভেচ্ছা ও ভালোবাসা।













