২৩ অক্টোবর ২০২৫

শেকড়ের টানে শহর ছাড়ছে মানুষ, ফাঁকা হতে শুরু করেছে চট্টগ্রাম নগরী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে শহর ছাড়ছেন চট্টগ্রামের মানুষ। টানা ১০ দিনের ছুটি শুরুর সঙ্গে সঙ্গে নগরবাসীর বড় একটি অংশ এরই মধ্যে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। ফলে ক্রমেই ফাঁকা হতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রাম।

গত দুইদিন ধরেই চট্টগ্রামের রেলস্টেশন ও বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকেই চট্টগ্রাম রেল স্টেশনে উপচে পড়া ভিড় দেখা গেছে। স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে মোট ৯টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।এ সময় যাত্রীদের সঙ্গে কথা হলে তারা জানান, ভোগান্তিমুক্ত ঈদযাত্রায় বাড়ি ফিরতে পেরে তারা আনন্দিত।

অভ্যন্তরীণ রুটগুলোতে ট্রেন ছাড়াও কদমতলী, স্টেশন রোড, গরিবুল্লাহ শাহ মাজার গেট, অলংকার মোড়, একে খান ও সিটি গেট এলাকার বাস কাউন্টারগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত যাত্রীদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে।

ছবি- চট্টগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফর্মে প্রবশে করতে বাড়ি ফিরতা মানুষদের দীর্ঘ লাইন। বিকাল ৩টার সময় তুলা।

এ বছর বাস ও ট্রেনে ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক বলেই মনে করছেন যাত্রীরা। অতিরিক্ত গরম ও আগের মতো ট্রেনের সিডিউল বিপর্যয় ছিল তুলনামূলকভাবে কম। চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকা, কক্সবাজার, সিলেট, জামালপুর ও চাঁদপুর রুটে চলাচলকারী ট্রেনগুলো প্রায় সময়মতো ছেড়ে গেছে। ঈদের আগাম ভ্রমণের সুবিধার্থে চাঁদপুর রুটে আজ বিশেষ ট্রেনও চালু আছে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “এই বছর ঈদযাত্রা কিছুটা শৃঙ্খলিত হয়েছে। বিশেষ ট্রেন ও নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা নিশ্চিত করতে চেষ্টা চলছে।”

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংখ্যা ৩২ লাখের বেশি। ধারণা করা হয়, ঈদকে কেন্দ্র করে প্রায় অর্ধেক মানুষ গ্রামের পথে রওনা দেন। এতে নগরজুড়ে একধরনের শূন্যতা নেমে আসে।

চট্টগ্রাম জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান বলেন, “লম্বা ছুটির কারণে এবার মানুষ ধাপে ধাপে বাড়ি ফিরছেন। তাই আগের তুলনায় যাত্রা চাপ কিছুটা কম, এবং মহাসড়কেও তেমন যানজটের খবর পাওয়া যায়নি।”

এদিকে বিআরটিএ ও সিএমপির পক্ষ থেকে যানবাহন চালক ও মালিকদের ঝুঁকিপূর্ণ যাত্রী পরিবহন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

চট্টগ্রাম ছাড়াও আশপাশের জেলার বাসিন্দারাও ধাপে ধাপে নিজ নিজ গন্তব্যে ছুটে যাচ্ছেন। এভাবে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে ঈদযাত্রা—সবকিছু মিলিয়ে এবারের ঈদ যাত্রা যেন অনেকটাই নির্ঝঞ্ঝাট ও আনন্দঘন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন