বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম ওয়াসার শেখ রাসেল পানি শোধনাগারের উদ্বোধন করা হয়েছে।
রোববার(২৬ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৫ সালে চট্টগ্রাম নগরীর মদুনাঘাট এলাকায় শেখ রাসেল পানি শোধনাগারের নির্মাণ কাজ শুরু হয় । ২০১৮ সালে এর কাজ শেষ হয় । শোধনাগারটি থেকে পরীক্ষামূলকভাবে একবছর ধরে নগরীতে দৈনিক নয় কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে ।
প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, শোধনাগারে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হয়েছে । চারটি ধাপে পরিশোধন করা এ পানি না ফুটিয়েও পান করা যেতে পারে।
চট্টগ্রামে নগরবাসীর দৈনিক পানির চাহিদা ৪২ কোটি লিটার। যার মধ্যে ৩৬ কোটি লিটার পানি সরবরাহ করতে পারছে ওয়াসা। শুরুতে প্রকল্পের নাম ছিল মদুনাঘাট পানি শোধনাগার প্রকল্প। পরে নাম পরিবর্তনসহ নানা জটিলতার কারণে এর উদ্বোধন পিছিয়ে যায়।
বাংলাধারা/এফএস/টিএম













