২৮ অক্টোবর ২০২৫

শেখ রাসেল স্মরণে নগর যুবলীগের আলোচনা সভা

বাংলাধারা প্রতিবেদন »

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৩ টায় সংগঠনের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

চট্রগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক যথাক্রমে দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহাবুবুল হক সুমন।

সভাপতির বক্তব্যে চট্রগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, বেঁচে থাকলে বাংলাদেশের আজকের সমৃদ্ধি অর্জনের যাত্রায় শেখ রাসেলও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অকৃত্রিম সহযোগিতা করতে পারতেন, হত্যাকারীরা শেখ রাসেলসহ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আজকের এই সমৃদ্ধ বাংলাদেশকেই হত্যা করতে চেয়েছিল, বাংলাদেশের আজকের বাস্তবতায় ষড়যন্ত্রকারীরা সম্পূর্ণ ব্যর্থ, শেখ রাসেল বাংলাদেশের ইতিহাসে চির অম্লান থাকবে।

আলোচনা সভায় নগর যুবলীগের সদস্যদের মধ্যে যথাক্রমে উপস্থিত ছিলেন সরোয়ার মোরশেদ কচি, অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন বেলাল, একরাম হোসেন, আনজুমান আরা আনজু, মাহাবুব আলম আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, নেছার আহমদ, মাসুদ রেজা, আবু সাইদ জন, অধ্যাপক কাজী মুজিবর রহমান, রণজিৎ দে, মো. হাবিব উল্ল্যাহ নাহিদ, নুরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমেদ দিগল, আবদুল রাজ্জাক দুলাল, আহসাব রসুল চৌধুরী জাহেদ, মঈনুল ইসলাম রাজু, বি কে চন্দ্র, আবু বক্কর চৌধুরী, আর কে মল্লিক, শেখ নাসির আহম্মদ, ভিপি মো. ওয়াসিম উদ্দিন, তৌফিক আহমদ চৌধুরী, জাবেদ খান, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকী, তৌহিদ আজিজ, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, আমানত উল্লাহ ডিউক, সরোয়ার খান, সাইফুর রহমান রাজু, মো. কফিল উদ্দিন, আফতাব উদ্দিন রুবেল, আলাউদ্দিন আলো।

এছাড়া সাবেক ছাত্রনেতার মধ্যে উপস্থিত ছিলেন মির্জা আহমেদ, আবু নাছের চৌধুরী আজাদ, নুরুল আজিম রনি, নাজমুল আলম খান, মো. হেলাল, আরিফুল ইসলাম মাসুম, ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে শওকত আলী, আবুল কালাম আবু, এম. এ আজিজ, আবুল বশর, সাজু বিশ্বাস।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন