২৪ অক্টোবর ২০২৫

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনের প্রস্তুতির খবরে চট্টগ্রামে সতর্কতা

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, এমন তথ্য উঠে এসেছে গোয়েন্দা পুলিশের গোপন এক প্রতিবেদনে।

গোয়েন্দা সূত্র বলছে, দলীয়ভাবে নেতাকর্মীদের ঢাকায় সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। রাজধানীতে অস্থিরতা তৈরি এবং শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে নেতাকর্মীরা সমবেত হওয়ার চেষ্টা করছে—এমন আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

চট্টগ্রামের সব থানাকে এ বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি) গত ৯ এপ্রিল থানাগুলোতে একটি চিঠি পাঠিয়েছে, যাতে অস্থির পরিস্থিতি মোকাবিলায় ৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে: সন্দেহভাজনদের গতিবিধি নজরে রাখা ,মামলাভুক্তদের মোবাইল ট্র্যাক করে গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, যানবাহন ও গণপরিবহন টার্মিনালে নজরদারি, ঢাকামুখী যাত্রা প্রতিহত করতে স্থানীয় বিএনপি-জামায়াত নেতাদের সহায়তা নেওয়া, সোশ্যাল মিডিয়া মনিটর করে উসকানিদাতাদের শনাক্ত, অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, রেন্ট-এ-কার ও গাড়ির স্ট্যান্ডে নজরদারি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম জানান, পুট ও নাইট পেট্রোল, চেকপোস্ট এবং মিনি টিমের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

তবে ডিএসবি থেকে পাঠানো চিঠির বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জুনায়েত কাউছার। তিনি বলেন, “যেকোনো হুমকি বা গুজব পেলে পুলিশ প্রস্তুতি নেয়। আমরা সবসময় সতর্ক আছি।”

সূত্রগুলো জানায়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীরা সহিংসতা, দখল ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। রাজনৈতিক শূন্যতা ও পুলিশের দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন