প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (১১ জুন) দুপুরে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডের নিউ মনছুরাবাদ শামসুল উলুম হেফজখানা ও এতিমখানা মাদ্রাসায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন মাওলানা আবুল কালাম। মাহফিল শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, ২০০৮ সালের এ দিন জননেত্রী শেখ হাসিনা ওয়ান ইলেভেন সরকারের সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন। বঙ্গবন্ধুকন্যার মুক্তির মধ্য দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসে। যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হারানো স্বপ্ন ও সোনার বাংলা বাস্তবায়িত হচ্ছে আজ তার সুযোগ্য কন্যার নেতৃত্বে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বাবার মতো আপসহীন মনোভাব নিয়েই জাতীয় রাজনীতিতে রাস্ট্র নায়ক শেখ হাসিনার যাত্রা শুরু হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, ইমতিয়াজ বাবলা, মোঃ ইসমাইল, এমরান হোসেন, মনিরুল হক মনির, হোসেন আহমদ কিরন, মোস্তফা মামুন ভুঁইয়া, তানভির বিন হাসান, নুরুল আজিম বাবুল, দিদার হোসেন, মোঃ মাকসুদুর রহমান,হৃদয় কুমার দাস আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, নুর ইসলাম রিয়াদ, হারুনুর রশিদ সামিউল, পলাশ চক্রবর্তী, আব্দুল মমিন রাজু, নুরুল হুদা জনি, বাপ্পি, সোহেল, রাসেল, রিপন বিশ্বাস, রাশেদুল ইসলাম ইমু, সজিব কান্তি দাস, আসিফ রাইসুল, ওমর শরীফ, মাইনুল হোসেন সোহান, মোঃ জাবেদ, মোঃ রুবেল, ইব্রাহিম রকি, মোঃ ইরফান, মোঃ সাকিব, আরেফিন বখতিয়ার প্রমুখ।













