১১ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার জন্মদিনে কাটাছড়া ছাত্রলীগের নানা আয়োজন

মিরসরাই প্রতিনিধি »

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষে দলের কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাটাছড়া ইউনিয়নের অন্তর্গত বামনসুন্দর এফ এ উচ্চ বিদ্যালয়ে এবং ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৭নং কাটাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম হুমায়ুন চৌধুরী ।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার রফিকুজ্জামান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নুর উল্লাহ, কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাহ উদ্দীন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মিথুন শর্মা, কাটাছড়া ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রনেতা রেহান, শুভ, সুমন, হাসিব,জিলানী, সোহাগ, ফরহাদ, নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম হুমায়ুন ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়ন রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের পদ্মা সেতু করতে আমরা সক্ষম হয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে বিগত কোন সরকার এই উন্নয়ন করতে পারে নাই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।

কাটাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ করতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাধারা/এসইউএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ