২৫ অক্টোবর ২০২৫

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘মুজিব তরী’র কর্মসূচি

বাংলাধারা প্রতিবেদন »

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া-মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘মুজিব তরী’।

আজ (২৮ সেপ্টেম্বর) বাদ যোহর নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় মসজিদে এ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যা ও দেশের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন , নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিডিএ’র বোর্ড সদস্য এম আর আজিম , সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন নোবেল, ইউসুফ মিনার, আব্দুর রাজ্জাক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আলী রেজা পিন্টু, আবু সাঈদ সুমন, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসাইন, নগর ছাত্রলীগ সহ সভাপতি একরামুল হক রাসেল, মাঈনুল হাসান চৌধুরী শিমুল, নগর ছাত্রলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মুনসুর টিটু, সহ সম্পাদক সাব্বির সাকির, আকবর শাহ থানা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রিয়াজ কামাল, ওমর গনি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা সামির শাকি, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা সানি দাশ, তৌরাত হোসেন রাফি, চান্দগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম বাবু, ছাত্রলীগ নেতা সুব্রত দাশ, ওয়াহিদ বিন ইউনুস প্রমুখ।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন