খাদ্য মন্ত্রণালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, শেখ হাসিনা ছাড়া এদেশের উন্নয়ন সম্ভব নয়। শেখ হাসিনার বলিষ্ঠ নেতিৃত্বের কারণে দেশ আজ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় গ্রামীণ পর্যায়ে হাজার হাজার জনগণ উপকৃত হচ্ছে।
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে কাউখালী উপজেলা পরিষদ মাঠে সরকারের সামাজিক নিরাপত্তা কমসূচীর আওতায় সুফলভোগীদের নিয়ে উন্নয়ন সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
দীপংকর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী সবসময় চায় জনগণ যাতে ভালো থাকে। তাই তিনি জনগণের উন্নয়নের কথা চিন্তা করে প্রকল্প গ্রহণ করে থাকেন। জনগণের এসব উন্নয়ন করতে গিয়ে প্রতিটি সেক্টরে ভর্তুকি দিয়ে তিনি জনগণকে সুখে রেখেছেন।
এমপি বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে দেশের আনাচে কানাচেসহ পার্বত্য এলাকায় অভাবনীয় উন্নয়ন হয়েছে। প্রতিটি এলাকায়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুগ্ধ ভাতাসহ জনগণ বিভিন্ন ভাতা পাচ্ছেন। যাদের ঘর নেই তাদেরকে ঘর তেরী করে দেওয়া হয়েছে। তাই উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী ও এসব উন্নয়ন কমকান্ডের সুফল আরো গভীরে পৌছে দেয়ার জন্য আগামীতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশ ও আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া, কাউখালী উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, অংপ্রু মারমা, কাউখালী থানার ওসি পারভেজ আলী, কাউখালী উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার, বিআরডিবির চেয়ারম্যান বেলাল উদ্দিন, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন বিমল চাকমা, সুনীতি চাকমা প্রমুখ।
মতবিনিময় সভায় কাউখালী উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীসহ প্রায় ৭ হাজার সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













