মহান বিজয় দিবস উপলক্ষে শেরশাহ জাতীয়তাবাদী ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে দিনব্যাপী ‘বিজয় দিবস ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) শেরশাহ ঈদগাহ মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসনে ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর শেরশাহ জাতীয়তাবাদী ছাত্র ও যুব পরিষদের আহ্বায়ক এবং ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মামুন আলম।
দিনব্যাপী আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে হেলাল ফুটবল একাডেমি ১-০ গোলে শেরশাহ তরুণ ছাত্র ও যুব সমাজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় শেরশাহ তরুণ ছাত্র ও যুব সমাজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম বাবু ও আব্দুর রশিদ চৌধুরী টিটু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী ও এস এম আবুল ফয়েজ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর কৃষকদলের সদস্য সচিব সাবের আহমদ টারজেন, ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলাল, ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাফর আহম্মদ খোকন এবং ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আব্দুল করিমসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল শেরশাহ তরুণ ছাত্র ও যুব সমাজ।













