১০ ডিসেম্বর ২০২৫

শেষ দিনে বিএনপির মনোনয়ন নিলেন ২০৫ জন

বাংলাধারা প্রতিবেদন »  

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে বিএনপির ফরম বিতরণের শেষদিনে সাধারণ কাউন্সিলর পদে ১৮০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার মধ্যে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে এসব ফরম যাচাই বাছাই করা হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফরম বিতরণের দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনের বিএনপির কার্যালয়ে এ কার্যক্রম শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রমবিষয়ক সম্পাদক এমএ নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, মোহাম্মদ আলী, নাজিমুর রহমান, নাজিম উদ্দিন আহমেদ, নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন