বাংলাধারা প্রতিবেদন»
আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে নগরীর চকবাজার ওয়ার্ড। পুরো এলাকা ছেয়ে গেছে পোস্টার-ব্যানারে। সাধারণ জনমনে বিরাজ করছে নির্বাচনী নানান প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা শেষবারের মতো হাজির হচ্ছেন ভোটারের দুয়ারে।
মঙ্গলবার (৫ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে উপ-নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণার শেষ দিন। রাত ১২টা থেকে প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে।
জানা গেছে, চকবাজার ওয়ার্ডের উপ নির্বাচনে সাবেক কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রীসহ ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ওয়ার্ডের ১৫ কেন্দ্রের ৮৬ বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চকবাজার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। ভোটের আগে ইভিএমে কীভাবে ভোট দিতে হবে ওয়ার্ডের ভোটারদের সরেজমিনে দেখিয়ে দেয়ার জন্য মঙ্গলবার ১৫ কেন্দ্রে ইভিএমে মক ভোটিং অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার (৬ অক্টোবর) কেন্দ্রে কেন্দ্রে ইভিএমসহ সব নির্বাচনীসামগ্রী চলে যাবে।
বাংলাধারা/এফএস/এফএস













