কক্সবাজার প্রতিনিধি »
জাতীয় শোক দিবস উপলক্ষে রামুতে ১৩০ পরিবারের মাঝে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি। সোমবার (১৫ আগস্ট) সকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম মিলনায়তনে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি), সেক্টর সদর দপ্তর রামুর আয়োজনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি কক্সবাজার রিজয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজম উস সাকিব বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ আরো ১৬ জন শহীদকে সশ্রদ্ধ চিত্রে স্মরণ করছি। জাতীয় শোক দিবসকে মহিমান্বিত ও ভাবগম্ভীর্যপূর্ণ করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই ক্ষুদ্র আয়োজন। বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা আর্তমানবতার সেবায় গরীব ও দুঃস্থদের পাশে ছিল, আছে এবং থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় গরিব ও দরিদ্র ১৩০ পরিবারে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল আজিজুর রব পিএসসি, বিজিবির রামু ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল ফয়সাল হাসান খান বিজিবিএম, পিজিবিএম, পিএসসি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ, লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, নায়েক সুবেদার মাহমুদুল হাসান রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি), ফতেখাঁরকুল ইউনিয়নের ইউপি সদস্যগণ এবং রামু খিজারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিকবৃন্দ।
এছাড়াও কক্সবাজার জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোকাবহ পরিবেশে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলের পাশাপাশি কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। সকাল থেকে দিনব্যাপী চলে এ আয়োজন।