৯ নভেম্বর ২০২৫

শ্বশুরকে বিয়ে করতে স্বামীকে স্ত্রীর ডিভোর্স!

বাংলাধারা ডেস্ক »

দুই বছর আগে হামিদুল ইসলামের ছেলে রাকিবুল হোসেন ওরফে নয়নের বিয়ে হয়। এর মধ্যে শ্বশুর হামিদুলের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন পুত্রবধূ। বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নয়নকে ডিভোর্স দিয়ে শ্বশুরকে বিয়ে করেন তিনি।

ঘটনাটি ঘটে রাজবাড়ীর পাংশা উপজেলায়।

জানা গেছে, পুত্রবধূকে বিয়ের চার দিন পর হামিদুল ইসলাম (৪৩) আত্মহত্যা করেছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর খালপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

হামিদুলের ছেলে নয়ন বলেন, ‌গত ১০ ফেব্রুয়ারি স্ত্রী আমাকে ডিভোর্স দেয়। ২০ ফেব্রুয়ারি রাজবাড়ী আদালতে গিয়ে বাবাকে বিয়ে করে সে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে সংসারে শুরু হয় অশান্তি। ২৪ ফেব্রুয়ারি রাতে কিছু লোক এসে বাবার সঙ্গে কথা আছে বলে ডাকাডাকি করেন। এতে বাবা ভয় পান। ওই রাতেই বাবা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি বুঝতে পেরে আমার সাবেক স্ত্রীও আত্মহত্যার চেষ্টা করে।

নয়নের সাবেক স্ত্রী বলেন, আমাকে শ্বশুর জোর করে বিয়ে করেছিল। বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন বলে জানিয়েছিলেন। শুক্রবার তিনি বাড়ি আসার পর লোকজন বিষয়টি নিয়ে অনেক কথা শোনায়। অপমান ও লোকলজ্জা এবং পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, পুলিশ শনিবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ