বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার অক্সিজেন কাঁচাবাজার এলাকায় গলায় ফাঁস নিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (১১ জুলাই) সন্ধ্যার দিকে চৌধুরী নিবাস চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধুর নাম শায়লা শারমিন (২৯)। তিনি একই এলাকার প্রবাসী মো. পলাশের স্ত্রী।
শায়লার শ্বশুরবাড়ি সূত্রে জানা যায়, হতাশা থেকে পরিবারের সদস্যদের অজান্তে সন্ধ্যার দিকে শ্বশুরবাড়িতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা চেষ্টা করেন তিনি। টের পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা যায়, শায়লা শারমিনকে রাত সাড়ে ৯টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন বাবা সুজাউদ্দৌলা ভূঁইয়া। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে শায়লাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালটির মর্গে রাখা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর













