২৬ অক্টোবর ২০২৫

শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে মিরসরাইয়ের সন্তান ডা. লুৎফুল কবির

বাংলাধারা প্রতিবেদন »

করোনা ভাইরাসের আক্রমণে পুরো বিশ্বই আজ দিশেহারা। বাংলাদেশেও ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। দেশে সাধারণ মানুষের পাশাপাশি প্রাণঘাতী এই ভাইরাসে ব্যাপক হারে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরাও। করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে শেষমেষ শ্বাসকষ্টে আক্রান্ত হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার কৃতি সন্তান ডা. এএসএম লুৎফুল কবির শিমুল। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসোলেশনে রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবার ও সহকর্মিরা।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, করোনা আক্রান্ত রুগীদের সেবা দিতে গিয়ে নিজেও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালের আইসোলেশনে আছেন ডা. এএসএম লুৎফুল কবির শিমুল। তিনি মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগরের মেডিসিন বিশেষজ্ঞ কলসালটেন্ট হিসেবে কয়েকদিন আগে থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি মিরসরাই উপজেলার কাঁটাছরা ইউনিয়নের পশ্চিম কাঁটাছরা গ্রামের হেড মাষ্টার আবুল বশরের বাড়ীর বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা.রফিক উদ্দিন জানান, করোনা ভাইরাসের চিকিৎসা সেবা দেয়ার জন্য কিছুদিন আগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ডেপুটেশনে কাজ শুরু করেন ডা.লুৎফুল কবির শিমুল। চিকিৎসা দেয়ার মাঝেই গত দুই দিন পূর্বে শারীরিক অসুস্থতা ও শ্বাস কষ্ট দেখা দেয়ায় ভর্তি হতে হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ পাওয়া গেলেও উপসর্গ থাকায় তিনি বর্তমানে আইসোলেশনে রয়েছেন।

এদিকে ডা. এএসএম লুৎফুল কবিরের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবার ও সহকর্মিরা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন