বাংলাধারা প্রতিবেদন »
কয়েকদিন আগে শ্বাসকষ্টসহ শারীরিক অন্যান্য জটিলতা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি হন জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের এক কনসালটেন্ট। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের এই চিকিৎসকের ডায়াবেটিস আছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে চমেকের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
প্রথম পরীক্ষায় করোনার ফলাফল নেগেটিভ এসেছে, তাকে আবারও করোনা পরীক্ষা করা হবে। কারণ সিটিস্ক্যানে করোনার মতো লক্ষণ দেখা গেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত ১৪ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বাংলাধারা/এফএস/টিএম













