২৪ অক্টোবর ২০২৫

শ্যাফট বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে ৩ দিন ধরে সমুদ্রে ভাসছিল ফিশিং বোট “এফবি মায়ের দোয়া”, যার ৮ জন জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ড উদ্ধার করেছে।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, বোটটি গত ১৪ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। শ্যাফট বিকলের কারণে বোট ভাসতে থাকে। ৩ দিন পর, ১৭ আগস্ট বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-এ ফোন করে উদ্ধার চেয়ে।

পরে জাহাজ স্বাধীন বাংলা দ্বারা মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন বয় নম্বর-৫ এলাকা থেকে বোট ও জেলেরা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার প্রদান করা হয়, পরে বোটটি নিরাপদে নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন: আব্দুর রাজ্জাক, মোঃ ফারুক, মোঃ কামাল, আলম, মোঃ জাকারিয়া, মোঃ সজীব, রাকিব (পিরোজপুর) এবং মোঃ রাকিব (বরগুনা)। বোটটির মালিক: মোঃ রাজ্জাক।
কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।

আরও পড়ুন