বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর ষোলশহর রেল স্টেশন সংলগ্ন বস্তিতে বসবাসকারী শ্রমজীবী মানুষদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ষোলশহর দুই নম্বর গেইটে গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি করেন।
এসময় তিনি আরও বলেন, ‘গরীব শ্রমজীবী মানুষের এ করোনাকালীন সময়ে বস্তি থেকে উচ্ছেদ করার সিদ্ধান্ত অমানবিক। এ শ্রমজীবী মানুষেরা ট্যাক্স দেয়, এরাই দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। নিতান্তই উচ্ছেদ করার প্রয়োজন হলে, আগে এদের রেলের পরিত্যক্ত জমিতে বা সরকারী খাস জমিতে পুনর্বাসন করুন। সরকার গৃহহীন মানুষকে পুনর্বাসন করার জন্য ২০২০ সালে একটি নীতিমালা প্রনয়ণ এবং সে অনুযায়ী গৃহহীনদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে। রেল কর্তৃপক্ষ সে নীতিমালা অনুসরণ করে এ অসহায় গৃহহীন মানুষদের পুনর্বাসনের উদ্যোগ নিক। রাষ্ট্রীয় নীতি অনুসারে পুনর্বাসনের দাবিতে আপনাদের জোরদার আন্দোলন গড়ে তুলতে হব।’
গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে অনু্ষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক আনজুম আরা বেগম, সাংগঠনিক সম্পাদক ফিরোজা বেগম, সদস্য কুলসুম বেগম, সদস্য সাথী আক্তার প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআই













