১৭ ডিসেম্বর ২০২৫

শ্রমিকরা তৈরি পোশাক শিল্পের প্রাণশক্তি, মালিক-শ্রমিক একই পরিবার

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের বিভিন্ন তৈরী পোশাক কারখানায় চাকুরীকালীন মৃত শ্রমিক-কর্মচারীদের ওয়ারিশদেরকে কাছে গ্রুপ বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৪ মে) সকাল ১১ টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) এর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সম্মেলন কাক্ষে এই চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

ডাইফের উপ-মহা-পরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক তানভীর হাবিব, এ.এম. শফিউল করিম খোকন, মোহাম্মদ হাসান (জ্যাকি) ও ডাইফের সহকারী মহা-পরিদর্শক শিপন চৌধুরী ও শরীফ আহম্মেদ আজাদসহ বিজিএমইএ’র কর্মকর্তাগণ।

বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী মৃত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করেন বলেন- শ্রমিকরা এ শিল্পের প্রাণশক্তি, মালিক-শ্রমিক একই পরিবার। বিজিএমইএ শ্রমিক কল্যাণ কর্মসূচীর আওতায় বিজিএমইএ হাসপাতাল, বিজিএমইএ কোভিড ফিল্ড হাসপাতাল ও বিজিএমইএ স্কুল স্থাপনের মাধ্যমে শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান, শ্রমিকদের সন্তানদের জন্য অবৈতনিক শিক্ষা এবং শ্রমিকদের জন্য বাধ্যতামূলক বীমা সুবিধা প্রদান করে আসছে।

তিনি আরো বলেন- পোশাক শিল্পের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের ২০১৯ সাল থেকে অদ্যবদি ১০০০ এর অধিক বীমা দাবী এখনও অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। উক্ত বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। পোশাক শিল্পের প্রতিটি রপ্তানীর বিপরীতে ০.০৩% কর্তন করে ২০১৭ সাল থেকে শ্রম মন্ত্রণালয়ের অধিনে একটি কেন্দ্রীয় তহবিল গঠন করা হয়। উক্ত তহবিল থেকে মৃত শ্রমিকদের ওয়ারিশদের মাঝে গ্রুপ বীমার ২ লক্ষ টাকা প্রদান এবং অসুস্থ শ্রমিক কর্মচারীদের চিকিৎসা সহায়তা ও মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন শ্রম কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এপ্রিল’২০১৭ থেকে অদ্যবদি উক্ত ফান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামে ১২৮ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

তবে এ’ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহারের লক্ষ্যে পূর্বের ন্যায় বীমা দাবী দাখিলের পরবর্তীতে ৩/৪ মাস পর পর বিজিএমইএ’র নিকট উক্ত বীমা দাবীর অর্থ পরিশোধ করা হলে ক্ষতিগ্রস্থ ওয়ারিশদের মাঝে যথাসময়ে বীমা দাবী’র অর্থ পরিশোধ করা সম্ভব হবে মর্মে তিনি অভিমত ব্যক্ত করেন।

ডাইফের উপ-মহা-পরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত বলেন- বাংলাদেশের অর্থনীতি, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। পোশাক শিল্প শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষাসহ বিজিএমইএ কর্তৃক গৃহীত বিভিন্ন শ্রম কল্যাণমূলক কর্মসূচী’র কারণে পোশাক শ্রমিকরা লাভবান হচ্ছে। বিজিএমইএ’র সার্বিক সহযোগিতা সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় তহবিলে পোশাকশিল্প মালিকদের নিকট থেকে রপ্তানীর বিপরীতে সংগৃহীত অর্থ থেকে মৃত শ্রমিকদের ওয়ারিশদের নিকট বীমা দাবীর টাকা প্রদানের বিষয়টি সত্যি প্রশংসনীয়; যা এ শিল্পে মালিক-শ্রমিক সুসম্পর্ক সৃষ্টি ও শ্রম পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে ১২টি পোশাক শিল্প প্রতিষ্ঠানের ১২জন মৃত শ্রমিক-কর্মচারীদের ওয়ারিশদের মাঝে গ্রুপ বীমা দাবীর চেক বাবদ ২ লক্ষ টাকা করে মোট ২৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ