টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় মানেই বিতর্কের ছায়া। প্রেম, বিয়ে ও ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়ার কারণে প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন তিনি।
তিনবার বিয়ে ভাঙার পর আপাতত একাই ছেলেকে বড় করেছেন শ্রাবন্তী। তার একমাত্র ছেলে, অভিমন্যু চট্টোপাধ্যায়, যাকে ভালোবেসে সবাই “ঝিনুক” নামে চেনে, এখন বেশ বড় হয়ে গেছেন। আর তিনিও নিজের জীবনে খুঁজে পেয়েছেন ভালোবাসা। দীর্ঘদিন ধরে মডেল দামিনী ঘোষের সঙ্গে সম্পর্কে রয়েছেন ঝিনুক।
শ্রাবন্তী-দামিনীর মিষ্টি সম্পর্ক!
শুধু ঝিনুকই নন, হবু বউমার সঙ্গেও দারুণ সম্পর্ক শ্রাবন্তীর। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায়, অভিনেত্রী ও দামিনী একসঙ্গে বিভিন্ন মুহূর্ত উদযাপন করছেন। কখনও পুজো, কখনও পার্টি, কখনও বা একসঙ্গে ঘুরতে যাওয়া—সবখানেই দু’জনের বন্ধুত্বের ছোঁয়া স্পষ্ট।
এক সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজেই জানিয়েছেন, দামিনী শুধুমাত্র ঝিনুকের প্রেমিকা নন, তার কাছেও অত্যন্ত প্রিয়। হাসতে হাসতে বলেন, “ও আমার থেকে মাত্র ১০ বছরের ছোট। একরকম বোনের মতোই!”
ঝিনুকের প্রেম নিয়ে শ্রাবন্তীর মন্তব্য
অভিনেত্রী জানান, “ঝিনুকের প্রথম প্রেম, এত বছরের সম্পর্ক! দামিনী ওর থেকে বয়সে বড়, ফলে অনেক পরিণতও। আমি ওদের নিয়ে খুব খুশি। কারণ, এখন আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী!”
শ্রাবন্তী আরও বলেন, “আমরা তিনজন একসঙ্গে দারুণ সময় কাটাই। ঝিনুক আমাকে অনেক শাসন করে। ওর মতে, আমি কখনও বড় হব না, সবসময়ই শিশু! কিন্তু আমার এইভাবেই ভালো লাগে।”
আবারও বিয়ে? শ্রাবন্তীর সোজাসাপ্টা উত্তর!
নিজের প্রেমের জীবন নিয়ে বেশ খোলামেলা শ্রাবন্তী। তবে আপাতত আর বিয়ে করার পরিকল্পনা নেই তার। তিনি বলেন, “জীবন উপভোগ করছি। ভবিষ্যতে কী হবে জানি না। তবে প্রেম তো থাকেই!”
প্রেম-বিয়ে নিয়ে সমাজের কটাক্ষের তোয়াক্কা করেন না অভিনেত্রী। স্পষ্ট বলেন, “তিন-চারটে বিয়ে নিয়ে লোকে অনেক কথা বলে, কিন্তু আমার কিছু যায় আসে না!”
প্রসঙ্গত, ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়, যেখান থেকে জন্ম ঝিনুকের। এরপর মডেল কৃষ্ণ ভি রাজ ও রোশন সিংয়ের সঙ্গে বিয়ে হলেও তা টেকেনি। তবে ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাইয়ের পরও শ্রাবন্তী এখন একদম নিজের মতো করে জীবন উপভোগ করছেন।