২৪ অক্টোবর ২০২৫

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

রাঙামাটি প্রতিনিধি »

সনাতনী সমাজের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে পার্বত্য শহর রাঙামাটিতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আধা কিলোমিটার ব্যাপী দীর্ঘ এ শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

উক্ত অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, জেলা প্রশাসনের সহকারী ম্যাজিষ্টেট বিজন কুমার জোয়ার্দার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটির সভাপতি অমর কুমার দে, জম্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সমন্বয়কারী বাবলা মিত্রসহ রাঙামাটি শহরের বিভিন্ন মন্দির থেকে ঢাঁক-ঢোলসহ শত শত নারী-পুরুষ শোভাযাত্রার র‌্যালীতে অংশগ্রহণ করেন।


এর আগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন. অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা ও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির মেলবন্ধনের মাধ্যমে অশুভ শক্তি বিনাশে সকল সম্প্রদায়কে এক হয়ে কাজ করার আহবানও জানিয়েতিনি বলেন, যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টকে দমন করে সৃষ্টকে পালন করেছিলেন, ঠিক তেমনি করে পার্বত্যাঞ্চলের পাহাড়ী-বাঙ্গালী সকল সম্প্রদায়কে এক হয়ে পার্বত্যাঞ্চল থেকে অশুভ শক্তিকে দুর করে শুভ শক্তির আর্বিভাব ঘটাতে হবে। তাই অশুভ শক্তি বিনাশে সকল সম্প্রদায়ের মানুষকে এক হয়ে কাজ করার আহবানও জানান তিনি।

উক্ত আলোচনা সভা ছাড়াও মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন