বাংলাধারা প্রতিবেদন»
ভগবান শ্রীকৃষ্ণের জম্মতিথি শুভ জন্মষ্টমী আজ।
সনাতন ধর্মাবলম্বীদের মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধর্ম রক্ষায় ভগবান রূপে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ। দুষ্টের দমন এবং শিষ্টের পালন তার মর্মবানী গ্রহন করার আহবান জানিয়েছেন সনাতন ধর্মীয় নেতারা। একই সাথে দেশে দেশে ধর্মীয় সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন তারা।
আধ্যাত্মিক বিবেচনায় দ্বাপর যুগের শেষদিকে খ্রিষ্টপূর্বে ১৫০৬ অব্দে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব ঘটেছিল। মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বাসুদেব ও দেবকীর গর্ভের সাতটি সন্তান হত্যার পর, চারদিকে আলোয় উদ্ভাসিত করে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাদের অষ্টম সন্তানরুপে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ।
বাংলাধারা/এফএস/এফএস













