বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর আমুচিয়া বোধিসত্ত্ব বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২১ অক্টোবর) গ্রামের দায়ক/দায়িকাদের উদ্যেগে দিনব্যাপী নানান কর্মসূচী গ্রহণ করা হয়।
সকালে বুদ্ধ পূজা, অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান। বিকেলে কঠিন চীবর দানের তাৎপর্যশীর্ষক আলোচনা সভা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ – উপ সংঘনায়ক ভদন্ত জীবনানন্দ মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান জ্ঞাতি ছিলেন বেতাগী সার্বজনীন রত্নাংকুর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ইদ্ধিপঞা মহাথের এবং প্রধান ধর্মদেশক ছিলেন বাগোয়ান সুদর্শন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সত্যানন্দ থের । স্বধর্ম দেশনা করেন প্রাজ্ঞ ভিক্ষু সংঘ।
বিহারাধ্যক্ষ শ্রীমৎ বিপস্সী মহাথের’র উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোকারম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো ইসমাইল হোসেন খোকন, ইউপি সদস্য মো হাসান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো আবছার। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপন বড়ুয়া।
এসময় বক্তারা বলেন,আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ধর্মীয় গুরুরা স্ব স্ব অবস্থান থেকে কাজ করে গেছেন। যার জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে আজ মাথা উঁচু করে দাড়াতে সক্ষম হয়েছে। সেই ধারা অব্যাহত রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। মনে রাখতে হবে কর্মের মধ্যেই ধর্ম নিহিত।













