বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ থানা এবং অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় মোঃ মঈনুর রহমানকে ‘স্বপ্নযাত্রা ফাউন্ডেশনে’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে থানা ইনচার্জের কার্যলয়ে এই শুভেচ্ছা ও মত বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিগত জুন মাসে অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, অস্ত্র ও মাদক উদ্ধার এবং সন্ত্রাসী নির্মূলের স্বীকৃতি স্বরুপ চট্টগ্রামের পাহাড়তলী থানাকে শ্রেষ্ঠ থানা এবং মোঃ মঈনুর রহমানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার প্রদান করা হয়।
শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সংগঠক মুনতাসির রিফাত, উপদেষ্টা সামীর আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইত্তিহাম আবরার প্রমুখ।
বাংলাধারা/এফএ/টিএম/ইরা













