বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৩৬)। শুক্রবার (১৬ জুলাই) রাতে পূর্ব ষোলশহর সাতকানিয়া গেস্ট হাউজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের পুলিশের জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করছেন। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় তাঁর ক্রেতা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর













