৩০ অক্টোবর ২০২৫

সংগীতজ্ঞ আবদুল গফুর হালী স্বরণ অনুষ্ঠান সোমবার

বাংলাধারা প্রতিবেদন »

কিংবদন্তী সংগীতজ্ঞ আবদুল গফুর হালী স্বরণে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সংগীতানুষ্ঠান আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। গুনি এ শিল্পীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আবদুল গফুর হালী রিসার্চ সেন্টার’ উক্ত অনুষ্ঠানের আয়োজন করেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এ সভা অনুষ্ঠিত হবে।

তাঁর এ স্বরণসভা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি আবুল মোমেন, ইউএসটিসি’র উপচার্য মো. জাহাজ্ঞীর আলম ও সংগীত ব্যক্তিত্ব আকসুদ জামিল মন্টু।

সম্মাননা প্রদান করা হবে শিল্পী শিমুল শীল, সাংবাদিক শাহনেওয়াজ রিটন ও সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী শামীমা শীলাকে।

এছাড়াও অনুষ্ঠানের শেষে আয়োজন রয়েছে এক মনোরম সংগীত পরিবেশনার ।

প্রসঙ্গত, আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পী লোকসঙ্গীতের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে আবদুল গফুর হালী একজন কিংবদন্তী লোকসঙ্গীত শিল্পী। তিনি চট্টগ্রামের সংগীত ধারা আঞ্চলিক ও মাইজভাণ্ডারী গানের কীর্তিমান শিল্পী। তিনি একাধারে বাংলার ভাবজগতের কিংবদন্তী সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও নাট্যকারও। তিনি চট্টগ্রামের আঞ্চলিক, মাইজভাণ্ডারী, মুর্শিদি, মারফতি প্রভৃতি ধারার গান রচনা করেছেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন