চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর এবি হাই স্কুল এসএসসি পরীক্ষার কেন্দ্রে এক অভিভাবকের দাদাগিরি নিয়ে বাংলাধারায় সম্প্রতি প্রকাশিত “পরীক্ষা কেন্দ্রে তসলিমের দাদাগিরি” শিরোনামের প্রতিবেদনে একটি তথ্যগত ভুল ছিল।
প্রতিবেদনে অভিযুক্ত তসলিমের পরিচয় যুবদলের সদস্য সচিব হিসেবে উল্লেখ করা হয়েছিল, যা সঠিক নয়। প্রকৃতপক্ষে, ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তি বিএনপির একজন সাধারণ সদস্য। তিনি যুবদলের সদস্য সচিব নন। উল্লেখ্য, মুছাপুর ইউনিয়নে ‘তসলিম’ নামে দুই ব্যক্তি রয়েছেন, যাদের একজন বিএনপির সদস্য এবং অন্যজন যুবদলের সদস্য সচিব। এই নামের মিল থেকে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং আমাদের প্রতিবেদনে অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রকাশিত হয়।
এ ধরনের তথ্য বিভ্রাটের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সংশ্লিষ্টদের প্রতি দুঃখপ্রকাশসহ শুভবুদ্ধি কামনা করছি।
– বাংলাধারা