২৮ অক্টোবর ২০২৫

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »  

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের পরিস্থিতি নিয়ে সম্মেলনে বক্তব‌্য রাখ‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণা করবেন এই সংবাদ স‌ম্মেল‌নে।

রোববার (৫ এপ্রিল) গণভবন থেকে সকাল ১০টায় সংবাদ সম্মেলন শুরু হয়।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও কেন্দ্রগুলো সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করছে।

দেশে এ পর্যন্ত মোট ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ জন। আর সুস্থ হয়েছেন ৩০ জন। গত ৮ মার্চ দেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি ছুটির পাশাপাশি দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার।

তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এর আগে করোনাভাইরাসের বিস্তাররোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ও সারাদেশে গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন