২৯ অক্টোবর ২০২৫

সংসদীয় আসনে উপ-নির্বাচন: সিটি কলেজে ভোট দেবেন প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »  

ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে শনিবার (২১ মার্চ) সকাল নয়টায় ভোট দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রাজধানীর সিটি কলেজে তিনি তাঁর ভোট দেবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিউল ইসলাম মহিউদ্দিন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়ার জন্য এ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে নূর তাপস পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।

দেশে তিনটি সংসদীয় আসনে উপনির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে। শূন্য ঘোষিত ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকি দুটি আসনে ব্যালট পেপারে ভোট নেয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন