২৮ অক্টোবর ২০২৫

সংসদ বাংলাদেশ টেলিভিশনে প্রাথমিকের ক্লাস শুরু ৭ এপ্রিল

বাংলাধারা ডেস্ক »  

প্রাথমিক স্তরে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’-এ বিষয়ভিত্তিক পাঠদান কর্মসূচি ‘ঘরে বসে শিখি’ শুরু হচ্ছে।

আগামী ৭ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু করার জন্য রোববার (৫ এপ্রিল) রুটিনও প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সূচিতে বলা হয়েছে, আগামী ৭ এপ্রিল দুপুর ২টা থেকে সংসদ টিভিতে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার শুরু হবে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ের ক্লাস সম্প্রচার করা হবে। প্রতিটি ক্লাস ২০ মিনিট সময় প্রচার করা হবে। এ সব ক্লাস শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন স্টুডিওতে ভিডিও আকারে ধারণ করে প্রচার করা হবে। ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে সকালে প্রাথমিকের ক্লাসগুলো প্রচার করা হতে পারে বলে জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের পাশাপাশি প্রাথমিক পর্যায়ের সব শিক্ষক-শিক্ষিকাকে পাঠদান কার্যক্রম দেখার অনুরোধ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বলেন, টেলিভিশনে পাঠদানকারী শ্রেণি শিক্ষক পাঠ শেষে পাঠদান করা বিষয়ের উপর বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দেবে।

৭-৯ এপ্রিলের রুটিন

৭ এপ্রিল দুপুর ২টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত প্রাক-প্রাথমিকের ক্রিয়াকলাপভিত্তিক অনন্দদায়ক শিখন, ২.২০-২.৪০ মিনিট পর্যন্ত প্রথম শ্রেণির বাংলা, ২.৪০-৩টা পর্যন্ত দ্বিতীয় শ্রেণির ইংরেজি, ৩টা থেকে ৩.২০ মিনিট পর্যন্ত তৃতীয় শ্রেণির বিজ্ঞান, ৩টা ২০ মিনিট থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত চতুর্থ শ্রেণির গণিত এবং ৩টা ৪০ মিনিট থেকে ৪টা পর্যন্ত পঞ্চম শ্রেণির বিজ্ঞান।

৮ এপ্রিল দুপুর ২টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত প্রাক-প্রাথমিকের ক্রিয়াকলাপভিত্তিক অনন্দদায়ক শিখন, ২.২০-২.৪০ মিনিট পর্যন্ত প্রথম শ্রেণির গণিত, ২টা ৪০ মিনিট থেকে ৩টা পর্যন্ত দ্বিতীয় শ্রেণির বাংলা, ৩টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত তৃতীয় শ্রেণির ইংরেজি, ৩টা ২০ থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত চতুর্থ শ্রেণির বিজ্ঞান এবং ৩টা ৪০ থেকে ৪টা পর্যন্ত পঞ্চম শ্রেণির গণিত বিষয়ের ক্লাস হবে।

৯ এপ্রিল দুপুর ২টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত প্রাক-প্রাথমিকের ক্রিয়াকলাপ ভিত্তিক অনন্দদায়ক শিখন, ২.২০-২.৪০ মিনিট পর্যন্ত প্রথম শ্রেণির ইংরেজি, ২টা ৪০ থেকে ৩টা পর্যন্ত দ্বিতীয় শ্রেণির গণিত, ৩টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত তৃতীয় শ্রেণির বিজ্ঞান, ৩টা ২০ থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত চতুর্থ শ্রেণির ইংরেজি এবং ৩টা ৪০ থেকে ৪টা পর্যন্ত পঞ্চম শ্রেণির বিজ্ঞানের ক্লাস অনুষ্ঠিত হবে।

পরবর্তী রুটিন যথাসময়ে জানানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ডিজিটাল ক্লাস এ সপ্তাহে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত হবে। আগমী সপ্তাহে সকাল ৯টা থেকে ১১টা। আর মাধ্যমিকের ক্লাস শুরু হবে সকাল ১১টায়।

১৮ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে গত ২৯ মার্চ থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য টিভিতে ক্লাস দেখানো শুরু হয়। এরই মধ্যে সাধারণ ছুটি বাড়ানোয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন