২৪ অক্টোবর ২০২৫

সঙ্গীতে নতুন ধারার সন্ধানে তাছবির উল্ভজ

আধুনিক সঙ্গীতের জনপ্রিয়তার এই যুগে পরিচিত একটি নাম হলো তাছবির মাহমুদ। সঙ্গীতের দুনিয়ায় অবশ্য তাছবির উল্ভজ নামে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। সঙ্গীতের একটি ভিন্ন ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে রেকর্ড প্রডিউসার হিসেবে কাজ করছেন তাছবির। কাজের মাধ্যমে তার সৃজনশীলতা প্রকাশে চেষ্টা করে যাচ্ছেন নিরন্তর।

বাংলাদেশের ছেলে তাছবির কাজ করেন সঙ্গীত প্রযোজনা নিয়ে। গান-বাজনার প্রতি শুরু থেকেই টান ছিলো তার। আর এ টান থেকেই তার শৈল্পিক যাত্রার সূচনা। একে একে পপ, ইন্ডি পপ, হিপ হপ, আর এন্ড বি, ৮০’র দশকের সিন্থ পপ- এসবকিছু নিয়ে তার সঙ্গীত যাত্রা। এসব ধারা নিয়ে কাজ করতে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল রেকর্ড প্রযোজক হিসেবে।

বেশ ছোটবেলা থেকেই ভিন্ন ভিন্ন সঙ্গীতের ধারার সাথে পরিচিত হন তিনি। অক্লান্ত পরিশ্রম আর সঙ্গীতের প্রতি ভালোবাসাই বোধয় তাকে নতুন এক সঙ্গীতের ধারার সাথে পরিচয় করায়। যার মাধ্যমে আধুনিক সঙ্গীতের স্বাদে তিনি তৈরি করেন তার নতুন সঙ্গীতের ধারা।

নতুন নতুন সঙ্গীতের স্বাদ দর্শক পর্যন্ত পৌঁছে দেয়ার মানসিকতাই মিউজিক ইন্ডাস্ট্রিতে তাকে পরিচিতি দিয়েছে। এখন পর্যন্ত খ্যাতিমান সঙ্গীত শিল্পী শিতম আহমেদের ‘শূন্য হৃদয়’ গানে সঙ্গীত প্রযোজক হিসেবে কাজ করেন তাছবির উল্ভজ। যা দর্শকের মাঝে ব্যপক সাড়া ফেলে। এছাড়াও তার প্রযোজনায় হওয়া ‘কোনো এক রাতে’ গানটিও বেশ জনপ্রিয়। অবশ্য সাফল্য পেতে তাছবির উল্ভজ কাজের মানের দিকে নজর রাখেন সবসময়।

ভবিষ্যতে তাছবির উল্ভজ বাংলদেশের সঙ্গীত ইন্ডাস্ট্রিকে নিজেকে দেখতে চান শীর্ষ স্থানে। একটি নতুন ধারায় দেখতে চান৷ যার জন্য আগ্রহ, ভালোবাসা, কর্মদক্ষতা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। আধুনিক সঙ্গীত প্রেমী তরুণদের জন্য আশার আলো দেখাচ্ছেন এই তরুণ রেকর্ড প্রযোজক তাছবির উল্ভজ।

তাছবির উল্ভজ বলেন, ‘আমি সাধারণত নতুন ধরনের গানের আনন্দ দিতে চাই শ্রোতাদের। অনেকেই এই সময়ে ভালো গান করছেন। এবং মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার গানগুলা অন্যান্য আর্টিস্টরা যেভাবে প্রশংসা করেছেন- সেটা আমার জন্য গর্বের। স্বল্প যাত্রায় শ্রোতাদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি সেটা আমাকে সামনে আরো‌ ভালো কাজ উপহার দিতে অনুপ্রেরণা জোগাবে।’

আরও পড়ুন