বাংলাধারা ডেস্ক »
জনসচেতনতা বাড়াতে নগরীর ৭ নং পশ্চিম ষোলষহর ওয়ার্ডের নবীনগর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা আদর্শ কলোনিতে অগ্নিনির্বাপন ও পাহাড়ধ্বসে জরুরি সাড়া দান মহড়া আয়োজন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেভ দ্য চিলড্রেন ও ইপসা।
সেভ দ্য চিলড্রেন ও ইপসার উদ্যোগে বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ৩টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই মহড়ার আয়োজন করা হয়।
নবীনগর এলাকার সর্বস্তরের জনসাধারনের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের দেওয়ানহাট কার্যালয়ের দুইটি ইউনিট নিয়ে মহড়াটি অনুষ্ঠিত হয়।
মহড়ার উদ্বোধন করেন ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. মোবারক আলী।
এসময় তিনি বলেন, নবীনগরকে বর্জ্য ব্যবস্থাপনায় একটি আদর্শ হিসেবে গড়ে তুলতে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেভ দ্য চিলড্রেন ও ইপসা। এলাকার মানুষদের অগ্নিকা-সহ অন্যান্য দুর্যোগ মোকাবেলায় সচেতন করার উদ্দেশ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ সহকারি পরিচালক নিউটন দাশের সার্বিক তত্ত্বাবধানে মহড়া বাস্তবায়ন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেওয়ানহাট কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক।
উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, কলোনির কোথাও কোনো অগ্নিকা- ঘটে তাহলে সেটি দ্রুত কিভাবে নেভানো যায় এবং পাহাড়ধ্বস হলে জরুরী সাড়াদানের মৌলিক বিষয়ে স্থানীয় মানুষকে সচেতন করার জন্য এই মহড়ার ব্যবস্থা করা হয়েছে। জানমালের ক্ষয়ক্ষতির পরিমান কিভাবে কমানো যায় এবং এ বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়।
এছাড়া মহড়ায় আরো উপস্থিত ছিলেন ইপসা প্রয়াস-২ প্রকল্পের প্রকল্প সমন্বয়ক সানজিদা আক্তার, প্রকল্প কর্মকর্তা আতাউল হাকিম, ফিল্ড অফিসার ওসমান গনি প্রমুখ।













