২৮ অক্টোবর ২০২৫

‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’র দক্ষিণ জেলা কমিটি গঠিত

বাংলাধারা প্রতিবেদন »

সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সজীব ওয়াজেদ জয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সজীব ওয়াজেদ জয় পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।

সজীব ওয়াজেদ জয় পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি হিসেবে মোহাম্মদ মিজানুর রহমানকে ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল হান্নান চৌধুরী সায়েমকে মনোনীত করা হয়েছে। আগামী ১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত সজীব ওয়াজেদ জয় পরিষদের মোহাম্মদ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল হান্নান চৌধুরী সায়েম জানিয়েছেন, দেশরত্ন শেখ-হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র নেতৃত্বে চলবে আগামীর বাংলাদেশ। তাই এই সংগঠনের প্রয়োজন অনেক বেশি। সময় উপযোগী তারুণ্য ভিত্তিক সজীব ওয়াজেদ জয় পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদকে মূল লক্ষ্যে নিয়ে যাবে। তারা  সকলকে আন্তরিকভাবে সংগঠনের যে যার দায়িত্ব থেকে দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োজিত করার আহ্বান জানান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন